আপনি কি আপনার কম্পিউটার ও নিজেকে আরও শান্তিতে ও নির্ভার রাখতে চান ?
তাহলে আজই মাইগ্রেট করুন একটি শক্তিশালী এবং বিনামুল্যের অপারেটিং সিস্টেম এ।
চলে আসুন লিনাক্সের নিরাপদ ছায়াতলে।
বেছেনিন শতাধিক অপারেটিং সিস্টেম থেকে আপনার পছন্দেরটি।
আপনি কি উইন্ডোজ এর চেহারা অর্থাৎ থিম পরিবর্তন করতে আপনার মুল্যবান সময় ব্যয় করেন?
উপভোগ করুন মিন্ট , মেপিস , কুবুন্টুর জাদুকরি আকর্ষনীয় সাজসজ্জা আর সহজে তা আপনার মনের মত করে নিন।
আপনি কি উইন্ডোজে অনেক সুবিধা কম অনুভব করতেন বা কোন অংশ পরিবর্তন করে আপনার পছন্দমত করতে চাইতেন?
কিন্তু পারতেন না কেননা উইন্ডোজ অপেন সোর্স নয়,
এখন লিনাক্সে আসুন আর পরিবর্তন ও উন্নত করুন সব কিছু ইচ্ছামত কারন লিনাক্স অপেন সোর্স।
যোগ দিন বিশ্বের সর্ববৃহৎ লিনাক্স কমিউনিটিতে।


